নবীনগর প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক নবীনগরের জিনদপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১/২) সকালে উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বাঙ্গরা টাওয়ারের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জিনদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকারের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউছার আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম সরকার, জিনদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামিম মিয়া, জিনদপুর ইউনিয়ন প্রস্তাবিত সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা ফরহাদ সরকার, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক বশির আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক জামাল মিয়া, সদস্য নজরুল ইসলাম চৌধুরি, উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ্ আল মাসুম, সাবেক ইউপি সদস্য মোঃ সোলেমান মিয়া ও মোঃ সজল মিয়া প্রমুখ।
এসময় সকল বক্তারা গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান এবং তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে, সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবী জানান।