
মানিকগঞ্জ প্রতিনিধি : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগের দাবীতে মানিকগঞ্জের ঘিওরে পদযাত্রা সহ বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানান নেতাকর্মীরা। এসময় জনগণকে সচেতন করতে প্রচুর পরিমান লিফলেট বিতরণ করা হয়। উপজেলার অন্যান্য ইউনিয়নেও অনুরূপ কর্মসূচী পালন করা হচ্ছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র জেলা বিএনপি’র সহ- সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু এ কর্মসূচীতে নেতৃত্ব দেন।
এসময় বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি খন্দকার প্রিন্স, জেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মুফতী আজাহার, বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফি উদ্দিন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি সমর্থিত অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।