
মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রথম নারী ব্যারিষ্টার হলেন ইফফাত সুলতানা তমা।বাবার ইচ্ছেতে ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে আইনে ভর্তি হন। সেখান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন তিনি।
ইফফাত সুলতানা তমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে।পিতা হাবিবুর রহমান খায়ের, মাতা আইনুন নাহার দম্পতির ২ মেয়ের মধ্যে ইফফাত সুলতানা তমা সবার ছোট।
তমার পিতা নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন। বর্তমানে তিনি গার্মেন্টস ব্যবসায় জড়িত।
ইফফাত সুলতানা তমার শিক্ষাজীবন শুরু হয় নবীনগর কল্লোল কিন্ডার গার্ডেন থেকে, সেখানে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ সহ উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও গোল্ডেন জিপিএ-5 পেয়ে উর্ত্তীণ হয় সে।
পরবর্তীতে উচ্চতর শিক্ষালাভের আশায় ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ব্যারিস্টারি পড়তে পাড়ি জমান লন্ডনে।
এদিকে নবীনগর উপজেলায় প্রথম নারী ব্যারিষ্টার হওয়ায় গৌরব অর্জন করায় নবীনগরের আপামর জনতা বেশ খুশি। এই খবর প্রকাশের পর থেকে সোশ্যালমিডিয়ায় অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়ার হিড়িক লক্ষ করা গেছে।
তমার পিতা হাবিবুর রহমান খায়ের জানান, মেয়ের এই সাফল্যে তিনি বেশ গর্বিত। মেয়ের সুন্দর জীবন ও আইনি পেশায় দেশ ও দশের সেবায় জনকল্যাণে নিয়োজিত থাকতে পারে সেজন্য নবীনগরবাসী তথা দেশবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।