
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা জাতীয় শ্রমিকলীগ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আলীয়াবাদ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন স্থানীয় শ্রমিকলীগের কার্যালয় প্রাঙ্গণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ ফোরকান উদ্দিন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি এম. এ মালেক চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আশরাফ খান আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ সেলিম মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক এমডি দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহ কামাল, অর্থ সম্পাদক জলিল মিয়া, জেলা সদর উপজেলার সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, আপনারা আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা বলেন স্বাধীনতা সংগ্রামে শ্রমিক, মেহনতি মানুষেরাই সকল বিজয়ের মূল কারিগড়। তাই শ্রমিকলীগকে নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করার আহব্বান জানান তারা।