
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ থেকে ১৩ বছর পূর্বে সংঘটিত হয়েছিল সামাজিক সংগঠন প্রাতঃভ্রমণ এসোসিয়েশন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত অত্র সংগঠন আজ নবীনগর সরকারি কলেজ মাঠে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোঃ সাদেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সুবহান ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু কাওসারের সার্বিক ব্যবস্থাপনায়, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম রেজাউল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সহান, নবীনগর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, দুপক সভাপতি আবু কামাল খন্দকার, সংগঠনের সহ-সভাপতি মানিক বিশ্বাস, কার্যকরী সদস্য আব্দুল মান্নান ভূঁইয়া রেণু, ডাক্তার মোঃ দস্তগীর, প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, আবু সালেহ।
তত্ত্বাবধানে ছিলেন আবু কাওসার, গোপাল বণিক, মিঠু রক্ষিত, মোঃ জাকির হোসেন, বিশ্বজিৎ বণিক। পিঠা উৎসবে সকল সদস্য অংশগ্রহণ করেন। আজকের পিঠা উৎসব কার্যকরী সদস্য মোঃ আব্দুল মান্নান ভূইয়া রেনুর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।