নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে গ্রামভিত্তিক সুবিধা বঞ্চিত আড়াই শতাদিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লাউর ফতেহপুর বাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে অত্র ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রতিনিধিদের হাতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আশিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আবু নছর, ইউপি সদস্য ইমদাদুল হক ইদন ও বাছির মিয়া, মহিলা ইউপি সদস্য তাছলিমা বেগম ও নিয়তী রাণী, সংগঠনের সহ সভাপতি আবুল বাশার ও মোঃ সোহাগ, সিনিয়ন যুগ্ন সাধারণ সম্পাদক আবু নাছার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাছুম খন্দকার, সারোয়ার আলম রাজু ও মুকুল সরকার, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ ভূইয়া, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল চৌধুরী, সহ ক্রিড়া সম্পাদক জাকির হোসাইন, সদস্য মাসুক মোল্লা প্রমুখ।
এসময় উপস্থিত সকলে লাউর ফতেহপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সকল মানবিক, সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এমন কর্মকান্ড অব্যাহত রাখতে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানান। শীতবস্ত্র বিতরণ শেষে দেশ, জাতি এবং সকল প্রবাসীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার্থে মিলাদ শেষে মোনাজাত করা হয়।