
মোঃ ইসলাম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সুবর্ণজয়ন্তী জাতীয় উদযাপন কমিটি, আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গত রোববার রাতে জেলার রুহিয়া থানার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন (এমপি)র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীর সহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ।
এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে প্রত্যেককে একটি করে কম্বল বিতরণ করা হয়।