
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে বহুতল ভবনে আগুন লাগলে তাৎক্ষণিক করণীয় এবং উদ্ধারকাজ পরিচালনার প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দেবব্রত সরকার। তিনি ভূমিকম্পে আত্মরক্ষার কৌশল ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ক বক্তব্য রাখেন।
লিডার মোঃ হুমায়ুন কবির এর তত্ত্বাবধানে গ্যাস সিলিন্ডার অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল, আহতদের জরুরি উদ্ধার পদ্ধতি, সহজে বহনযোগ্য স্থায়ী অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার শেখানো হয়। মহড়া প্রদর্শন করেন, ফায়ার ফাইটার মাকসুদ, মোক্তার, জোনায়েদ, আবুল কালাম ও আকাশ।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এনামুল হক কুতুবী এ ধরণের শিক্ষণীয় প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানান।