
ঠাকুরগাঁও প্রতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)‘র সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) সাব-সেক্টর পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী প্রকল্প।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার সদর থানায় হলো-ব্লক দিয়ে নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর এর শুভ উদ্ধোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহা: আবদুল আলীম মাহমুদ, বিপিএম,ডিআইজি, বাংলাদেশ পুলিশ,রংপুর রেঞ্জ রংপুর।
সভাপতিত্ব করেন, ড.মুহম্মদ শহীদ উজ্জামান, প্রতিষ্ঠাতা,নির্বাহী পরিচালক, ইএসডিও।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার ঠাকুরগাঁও, জনাব কামাল হোসেন অফিসার ইনচার্জ সদর থানা ঠাকুরগাঁও ,আইনুল হক ডিপিসি ইএসডিও, জাহাঙ্গীর আলম প্রজেক্ট ম্যানেজার (এসইপি) ইএসডিও সহ প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে এই লাশ ঘরে ঠাকুরগাঁও সদর থানার দূর্ঘটনা জনিত,অপমৃত্যু ও বেওয়ারিশ লাশ সমুহ যথাযথভাবে সংরক্ষণ করা হবে। এই মহতী উদ্যোগ ও জনকল্যাণ মূলক কাজের জন্য উদ্বোধক মোহা: আবদুল আলীম মাহমুদ, বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ,রংপুর রেঞ্জ রংপুর ইএসডিও‘র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।