
আশুলিয়ার ইয়ারপুর ইউপি উপ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ সুমন ভূইয়ার আনারস মার্কার জনসভায় জনতার ঢল।
নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের আসন্ন উপ নির্বাচন উপলক্ষে আনারস মার্কায় সতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী শামীম আহম্মেদ সুমন ভূঁইয়ার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গতকাল সোমবার রাত ৮ টায় ইয়ারপুরের ৭ নং ওয়ার্ড ঘোষবাগ পুকুরপাড় ঈদগাহ মাঠে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত গত ২৮ শে অক্টোবর ইয়ারপুর ইউনিয়নের ২ বারের স্বর্ণপদক প্রাপ্ত তৃতীয় মেয়াদের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টারের আকর্ষিক মৃত্যুবরণ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।সেই শুন্য আসনে ২৯শে ডিসেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
২৯ ডিসেম্বর ঘোষিত উপ নির্বাচন উপলক্ষে ইয়ারপুরের ৭ নং ওয়ার্ড ঘোষবাগ পুকুরপাড় ঈদগাহ মাঠে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ সুমন ভূঁইয়ার আনারস মার্কার এক মতবিনিময় সভায় ওয়ার্ডের সকল নেতাকর্মী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ , শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ সকল নেতাকর্মী যোগ দিলে জনসভাটি জন-সমুদ্রে পরিনত হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদ সুমন ভূঁইয়া বলেন, নমিনেশন নিয়ে আমার সাথে যে নাটক করা হয়েছে বয়সে ছোট সুমন ভূঁইয়া তখন বুঝতে পারে নাই।পরে বুঝেছি, আমি তাদের বীরুদ্ধে তীব্র প্রতিবাদ সরুপ বিদ্রহী প্রার্থীহয়ে নির্বাচনে যুদ্ধে নেমেছি।আমি যে জয়লাভ করবো আজকের এই জনসভা সেটা আবারো আপনারা প্রমান করে দিলেন। সুমন বলেন জনগণের মতামত নিয়ে জনগণের নেতৃত্বে মাঠে ছিলাম মাঠে থাকবো। জনগনকে সাথে নিয়ে দেখিয়ে দেবো নেতারা যাকে নৌকার প্রতীক দিয়েছে তার সমর্থন কতটুকু এই চ্যালেঞ্জ নিয়েই মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন।
সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি ছাত্রলীগ থেকে শুরু করে থানা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে কাজ করে আসতেছি। আজকে আমাকে আমার ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যাশিত পথে নৌকার নমিনেশন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। শুধু আমাকে বঞ্চিত করেছে তা নয় নেতাকর্মীদেরকেও বঞ্চিত করা হয়েছে। ইনশাল্লাহ ডিসেম্বরের ২৯ তারিখ নির্বাচনের মাধ্যমে ভোটাররা নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিবে কে যোগ্য।
তিনি আরো বলেন তাঁর বাবা ২– বারের স্বর্ণপাদক প্রাপ্ত চেয়ারম্যান ছিলেন আমি চেয়ারম্যানের একমাত্র ছেলে হিসেবে এবং আমার রাজনৈতিক জীবনে তিনি কখনো কারো জমিন দখল করতে যাননি কারো স্বার্থে আঘাত করতে যাননি কোন শ্রমিকের অধিকার হরণ করতে যাননি ।আজকে যারা আমাদের এলাকায় এসে আমাদের এলাকাকে সমৃদ্ধী এনে দিয়েছে তাদেরকে আমি আমার আত্মার থেকে ভালবাসি কোন শ্রমিক যদি কখনো আমার কাছে এসেছে আমার স্বার্থের দিকে না তাকিয়ে আমি শ্রমিকের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি ।আমি আপনাদেরকে কথা দিতে চাই সামনেও আমি শ্রমিকের অধিকার আদায় করে যাব। আর তার বাবার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে এলাকার উন্নয়নে মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি।
তিনি আরো বলেন, জামগড়া এলাকায় রাস্তাঘাটের কিছু কাজ হলেও বর্তমানে কাজগুলি দৃশ্যমান নয় কারণ হচ্ছে আমাদের অপরিকল্পিতভাবে বাড়িঘর করে আমরা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে ব্যাহত করেছি আপনাদেরকে আমি বলতে চাই আপনারা এলাকায় থাকবেন ঘর ভাড়া দিবেন মানুষের চলাচলের পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন, না হলে দুর্ভোগ তো নিজেদের উপহার আসবে।
তিনি বলেন, আমি চেয়ারম্যান হলে সকলকে সাথে নিয়ে এলাকার পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করার চেষ্টা করব। বৃষ্টির দিনে যেমন পানি ছিল আজকে শুকনোর সময় ঠিক আমাদের রাস্তাগুলিতে কাদা পানিতে হাটা যাচ্ছে না পানিগুলো হচ্ছে মিল ফ্যাক্টরি এবং বাসাবাড়ির ব্যবহৃত পানি আমাদের সচেতনতার অভাবে বাড়ির পানি রাস্তায় এসে ঘটাচ্ছে বিপত্তী।তিনি বলেন পরিকল্পিতভাবে আমার ইউনিয়ন কে আমি সাজিয়ে একটি ডিজিটাল মডেল ইউনিয়নের রূপান্তরিত করব।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফজল মীর সাধারন সস্পাদক সাফর শেখ, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন,তিন নং ওয়ার্ড সাবেক মেম্বার আলমগীর হোসেন আশুলিয়া কৃষক লীগের সভাপতি মোমতাজ উদ্দিন, আশুলিয়া থানা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক সানাউল্লাহ সানি ভূঁইয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন সাধারন সম্পাদক সুমন মীর। সহ ইউনিয়ন এলাকার মুরুব্বিয়ান এলাকার যুব সমাজ,গণ্যমান্য ব্যাক্তিবর্গের যেন এক মিলন মেলা বসে মতবিনিময় সভাটিতে
অনুষ্ঠিত জনসভায় বক্তারা বলেন আসন্ন ইয়ারপুর ইউনিয়নের উপ নির্বাচনে আমরা মরহুম সৈয়দ আহমেদ মাস্টারের সুযোগ্য সন্তান সুমন ভূঁইয়াকে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসাবে আমরা ইয়ারপুর বাসি আপনার সাথে থাকবো এবং ২৯ ডিসেম্বর আনারস মার্কার বিজয় নিয়েই ঘরে ফিরবো।