
মোঃ কামরুল হোসেন সুমন, মনপুরা প্রতিনিধি: ভোলার লালমোহনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়।
পরে ফিতা কাটার মাধ্যমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ নেয়া স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।