
এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি: আগামী ২৯ ডিসেম্বর ২০২২ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভা সহ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হইবে।
গত ৭ নভেম্বর এ বিষয়ে একটি আদেশ জারি করে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। আদেশটির অনুলিপি সংশ্লিষ্ট সকল দপ্তরে পৌঁছানোর পর থেকে শুরু হয় নির্বাচনি সকল কর্মকান্ড।
উপজেলা নির্বাচন কমিশনার মোঃ শামিম আহম্মেদ আমাদের প্রতিনিধিকে বলেন, আলফাডাঙ্গা পৌরসভা ছাড়াও তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়ন তিনটি হচ্ছে গোপালপুর ইউনিয়ন, বুড়াইচ ইউনিয়ন ও আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
পৌরসভায় মেয়র পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সাইফুর রহমান, মোঃ মাহাবুব হোসেন (সতন্ত্র), এস এম হাবিবুর রহমান (সতন্ত্র), মোঃ আলী আকসাদ (সতন্ত্র), এ কে এম আহাদুল হাসান (সতন্ত্র)।
তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৫ জন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। গোপালপুর ইউনিয়নে তিনজন প্রার্থী। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইনামুল হাসান, সতন্ত্র প্রার্থী দুজন মোঃ সাইফুল খান ও রূপালী পারভীন।
অন্যদিকে বুড়াইচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আলিম খান, সতন্ত্র প্রার্থী আছেন ৫জন আবু মুসা, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তোকাম্মেল হোসেন, আব্দুল ওহাব মিয়া ও আহাসন উদ্দৌলা।
আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন মোট ৬ জন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন বুলবুল, ইসলামী আন্দোলনের প্রার্থী ছোবাহান শেখ এবং মোঃ আঃ রাজ্জাক শেখ, আশিকুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান সতন্ত্র প্র্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করছেন।
পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছেন মোট ১০ জন এবং ধারণ কাউন্সিলর আছেন মোট ৩১ জন। তিনটি ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ৩৫ জন, সাধারণ সদস্য মোট ৯৯ জন।
এ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর সকল কেন্দ্রেই ই ভি এম- এর মাধ্যমে সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে উপজেলা নির্বাচন কমিশনার মোঃ শামিম আহম্মেদ জানান।
আন্যদিকে ভোট প্রাপ্তির আশায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠোন বৈঠক ও ঘরোয়া বৈঠক সহ ভোটারদের দারে দার ঘুরে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।