মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন গত অনুষ্ঠিত হয়েছে গত ৩০ জুলাই। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৩টি পদের নাম ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, সাধারণ সম্পাদক পদে মো. শহিদুর রহমান শহিদ ও যুগ্ন- সাধারণ সম্পাদক পদে মো. সায়েদুল ইসলাম মনোনীত হন।
সম্মেলনের পর ৫ মাস পেরিয়ে গেলেও এখনো হয়নি পূর্ণাঙ্গ কমিটি। ৩টি পদ দিয়েই চলছে সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগ।
আওয়ামী লীগের উপজেলা কমিটিতে পদ বাগিয়ে নিতে সাবেক, ত্যাগী ও নব্য আওয়ামী লীগ নেতারা দৌঁড়- ঝাঁপ শুরু করেছেন। সাবেক উপজেলা কমিটি থেকে অনেকে ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল পদ নিয়ে এখন পূণরায় উপজেলা কমিটিতে পদ নিতে মরিয়া হয়ে ওঠেছেন।
রাজনৈতিক মাঠে কোনঠাসায় থাকা সাবেক কেন্দ্রীয় নেতা দেওয়ান শফিউল আরেফিন টুটুল অনুসারীরাও পদ পেতে লবিং করছেন।
এদিকে, আগামী ১১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে গত ৪ ডিসেম্বর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ১০ ডিসেম্বর বিএনপি’র মহাসমাবেশের নামে নাশকতরোধ ও জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়। কিন্তু পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে কোন আলোচনা না হওয়ায় হতাশা বিরাজ করছে পদ প্রত্যাশীদের মাঝে। তবে দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগকে ঢেলে সাঁজানো হবে। সাংগঠনিক ব্যাক্তিরাই দলে প্রাধাণ্য পাবেন।
সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ বলেন, মাননীয় মমতাজ বেগম এমপি মহোদয়ের মতামত ছাড়া আমি কিছুই বলতে পারছি না। তিনি আমার নেতা, তার সিদ্ধান্ত মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।