
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষে উৎসবের আমেজ বইছে শহরজুরে। দীর্ঘ সাত বছর পর এ সম্মেলনকে ঘিরে জেলার আওয়ামী লীগ নেতা- কর্মীদের মাঝে সাঁজ-সাঁজ রব পরে গেছে।
আগামী ১১ ডিসেম্বর মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পদ প্রত্যাশী নেতাদের ব্যাণার- ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। এমনকি সম্মেলনকে ঘিরে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি, তৃণমূলেও এমন বার্তা পাঠানো হয়েছে। সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটানো হবে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
এবারের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন কেউ আসছেন নাকি পূরণো নেতৃত্বই আবার ফিরে পাবে, এমন জল্পনা-কল্পনার মধ্যে পদ দু’টিতে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের ১৭ জানুয়ারি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ৭ বছর অতিক্রান্ত হলেও, কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
এরমধ্যে দলটি নানা গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন নির্বাচনে নেতারা পাল্টাপাল্টি অবস্থান নেন। সম্প্রতি অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এর প্রমাণ পাওয়া গেছে বলে মনে করছেন অনেকেই। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জেলা কমিটি তেমন কোন ভুমিকা রাখতে পারেনি বলে অনেক নেতাকর্মী দাবী করছেন।
আসন্ন এ সম্মেলনে অংশগ্রহণকারী সভাপতি পদে প্রার্থীরা হলেন, গত সম্মেলনে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন এবং সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (পিপি), সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ন-সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, যুগ্ন-সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু জানান, সম্মেলনের সব প্রস্তুতি শেষের পথে। নেতা কর্মীরা এখন উজ্জীবিত। কেন্দ্রীয় নেতারা আগামী ১১ ডিসেম্বর সুযোগ্য জেলা নেতৃত্ব উপহার দেবেন এটাই প্রত্যাশা করি।
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, স্মরণকালের সবচেয়ে সফল সম্মেলন হবে এটি। এই সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ হবে। সাধারণ সম্পাদক হিসেবে অতীতেও দলের সবাইকে ঐক্যবদ্ধ রেখে অপরাজনীতি প্রতিহত করেছি। সামনের দিনেও তা অব্যহত থাকবে।