মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পর্যায়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিকরণ মৌলিক কোর্স উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে তিন দিনব্যাপী অনুষ্ঠিত কোর্স কর্মশালায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.জিয়াউল হক মীর, সহকারী কমিশনার(ভূমি) মোশারফ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহকারী গবেষনা কর্মকর্তা মাহফুজুর রহমান।
এ কোর্সে উপজেলার আওতায় ২১ টি ইউনিয়ন পরিষদের ২১জন চেয়ারম্যান, ১৮৯জন সাধারণ সদস্য, ৬৩ জন সংরক্ষিত সদস্য ও পরিষদের ২১জন সচিবসহ ২৯৪ জন অংশ গ্রহন করছেন।