
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম।
ঘিওর উপজলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আনসার ভিডিপির জেলা সহকারী কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, ঘিওর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা আক্তার, ঘিওর সদর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ শাহ আলম প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাইসাইকেল’সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।