
শাহজাহান সিরাজ: দেশের খ্যাতিমান লিটল ম্যাগ সম্পাদক ও নন্দিত কবি সরোজ দেবের উপর হামলাকারী মাদক ব্যবসায়ী – সন্ত্রাসী সাজ্জাদ সহ সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবিতে শহরের আসাদুজ্জামান স্কুলের সামনে ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় গাইবান্ধার সাহিত্য ও সংস্কৃতি কর্মীরা এক প্রতিবাদী মানববন্ধন করেছে।
অধ্যাপক জহুরুল কাইয়ুম ও অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারুল মান্নান, কবি সরোদ দেব, সাংবাদিক ও ছড়াকার সিদ্দিক আলম দয়াল, বীর মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, নওশের আলম, জাহাঙ্গীর কবির তনু, ওয়াজিউর রহমান রাফেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ মিয়া, স্বপ্নসাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও জনতার সময়২৪.কম- এর সহ ব্যবস্থাপণা সম্পাদক- মোঃ শাহজাহান সিরাজ প্রমূখ।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন বিপ্লব, জেলা শিল্পকলা একাডেমি গাইবান্ধার সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হোসেন, নাট্যকার ময়নুল হোসেন, কবি ও উপন্যাসিক সোহেল রানা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।