
মোঃ জোবায়ের পারভেজ শোভন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আধুৃনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী খামারীদের এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমাপনী প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন গবাদী পশু পালন, রক্ষনাবেক্ষণ, রোগবালাই,খাদ্য ও হৃষ্টপুষ্ট করণ সহ নানা বিষয় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ভেটেরিনারী কর্মকর্তা ডাঃ মনমথ কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে,এম আসজাদ।
প্রধান অতিথি ডাঃ মনমথ কুমার সাহা তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী নানা কারনে খাদ্য সংকট দেখা দিচ্ছে। কৃষকদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। পশু সম্পদ সম্প্রসারনে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে খামারীরা পশুপালন করে স্বাবলম্বী হয়ে উঠবে।
এ সময় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য দেন উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল ইসলাম, ডাঃ মোঃ ফুয়াদ সরকার, উপসহকারী প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা মোঃ শহিদ শরীফ প্রমুখ।