
শাহজাহান সিরাজ: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুরিয়া এলাকায় একসঙ্গে তিনটি জমজ কন্যা সন্তান প্রসব করেছেন সুমী বেগম নামের এক গৃহবধূ। একমাস পেরিয়েছে ঐ যমজ তিন কন্যা সন্তানের বয়স।
অত্যন্ত দরিদ্র ঘরে জন্ম নেয়া এই হালিমা, ফাতেমা ও আমেনা’র ভরণ পোষণ যোগাতে খুবই হিমশিম খাচ্ছে গার্মেন্টস শ্রমিক বাগুরিয়া বাজার সংগ্রহ এলাকার মুন্না ইসলাম ও সুমি বেগম দম্পতি।
২৯ নভেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় গিদারি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও স্থানীয় ইউপি সদস্য রমজান আলী অসহায় ওই পরিবারের খোঁজখবর নিচ্ছেন।
এ সময় তিন কন্যা সন্তান জন্ম দেয়া এই পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানান, একেবারেই অত্যন্ত দরিদ্র এবং ওয়াপদা বাঁধে কোন মত মাথা গোজার ঠাই করে চরম মানবেতর জীবন যাপন করছেন এই দম্পতি।
উৎসুক গ্রামবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অসহায় এই পরিবারটির প্রতি সহযোগিতা চেয়ে গাইবান্ধার মানবিক জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সদয় সহযোগিতা কামনা করেছেন।