
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: “জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বারবার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে শুণ্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনামূল্যে জন্ম ও মৃ’ত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ঘিওর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার কুঠিবাড়ি এলাকায় এ ক্যাম্পেইন উদ্বোধন করেন ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।
ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ঘিওর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গ্রাম পুলিশের মাধ্যমে শুণ্য থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে জন্ম-মৃ’ত্যু নিবন্ধন করা হবে।
তিনি আরো বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন না করলে আর্থিক ও সরকারি- বেসরকারি সেবা থেকে বঞ্চিত হবে ইউনিয়নবাসী।
এসময় ঘিওর ইউপি’র সংরক্ষিত নারী সদস্য নাহিদা আক্তার, ২ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, সূস্য লাভলু বেপারী, যুবলীগ নেতা সোহান বেপারী প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্যাম্পেইন উদ্বোধনকালে ঘিওর সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূর্বের তথ্য সংগ্রহ করা ৩ শতাধিক নিবন্ধন সনদ বিতরণ করা হয়।