
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে তেরশ্রী এলাকায় ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেরশ্রী শহীদ স্মৃতি পরিষদ উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে ও পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিন্টু, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহসেন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোমিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান, শহীদ স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক স্বমেশ্বর রায় প্রসাদ চৌধুরী, জেলা কৃষকদলের আহ্বায়ক তোজাম্মেল হক তোজা, যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান, এ্যাড. মনোয়ার হোসেন, ফরিদ উদ্দিন বাবর প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ২২ নভেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা মিলে ঘিওর উপজেলার তেরশ্রী, সেনপাড়া, বড়রিয়া, এবং বড়বিলা গ্রামের ঘুমন্ত মানুষের উপর অতর্কিত হামলা চালিয়ে ৪৩ জন মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তেরশ্রী জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, অধ্যক্ষ আতিয়ার রহমান সহ ৪৩ জন মানুষ এই নারকীয় হত্যাকান্ডের শিকার হন। সেই শহীদদের স্মরণে প্রতি বছর ২২ নভেম্বর নানা আয়োজনে এখানে ‘তেরশ্রী গণহত্যা’ দিবস পালন করে এলাকাবাসী।