
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং নতুন বাজারের এক দোকান থেকে দিনে দুপুরে লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় সিদ্ধেশ্বরী মন্দির সংলগ্ন বিকাশ ব্যবসায়ী তমাল দাসের দোকানের ক্যাশবাক্সের তালা ভেঙ্গে ১ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।
তমাল দাস জানান, তিনি আজ সকালে আনুমানিক আটটার দিকে দোকান খুলে পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে সুযোগ বুঝে কে বা কাহারা তার দোকানের ক্যাশবাক্সের তালা ভেঙ্গে টাকার বান্ডিল নিয়ে চম্পট দেন।