
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বাঁশ-বেত শিল্পসামগ্রী উৎপাদনমূখী সমবায় সমিতি লিমিটেড-এর সদস্যবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ঋষিপাড়া গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এছাড়া, অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শুকলা সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শচীন্দ্রনাথ মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, ঘিওর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) খালিদ মনছুর, সমবায় কর্মকর্তা পারভিন আশরাফি, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান, বড়টিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সামছুল হক মোল্লা রওশন প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক স্থানীয় বাঁশ- বেত শিল্পীদের তৈরী হস্তশিল্প পরিদর্শনকালে ভূয়সী প্রশংসা করে বলেন, “এখানকার কারিগড়দের তৈরী হস্তশিল্পের বাজারজাত করণে শুধু দেশেই নয়, বিদেশেও প্লাটফর্ম তৈরী করা হবে।”পরে তিনি বাঁশ-বেত শিল্পসামগ্রী উৎপাদনমূখী সমবায় সমিতির সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন।