
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর বাজারে মূল্যতালিকা না টাঙানো এবং প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি চাহিদা নিশ্চিত করতে বাজার তদারকির বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না রাখার দায়ে ফজল স্টোরকে ৫ হাজার টাকা এবং প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে বিশ্বনাথ ও মামুন নামের ২ চাল বিক্রেতাকে ৩ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরবর্তীতে ভোক্তাদের নিকট ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান জানান। অভিযানে ঘিওর থানা পুলিশ আইন- শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।