
মোঃ রফিকুল ইসলাম মৃধা, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগাণকে সামনে রেখে, উৎসাহ- উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে, সারা দেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ঘিওর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘিওর থানা চত্বর থেকে বের হয়ে, ঘিওর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, পূণঃরায় থানা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
ঘিওর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল মতিন মুসা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার আইচ-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী।
নূরজাহান লাবনী তার বক্তব্য প্রদানকালে বলেন, ‘সমাজ থেকে বিশৃঙ্খলা দুর করতে কমিউনিটি পুলিশিং ফোরাম বেশ প্রশংসনীয় ভুমিকা পালন করে আসছে। আপনারা অপরাধীদেরকে সনাক্ত করে কমিউনিটি পুলিশকে সঠিক তথ্য দিন। অপরাধীকে আইনের হাতে তুলে দেয়া নাগরিক হিসেবে আপনাদের কর্তব্য। আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন নিজের হাতে তুলে নেয়াও আরেক অপরাধ।’ এসময় তিনি সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ’সহ বিভিন্ন অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদেরকে তথ্য দিয়ে, থানা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা মোঃ হামিদুর রহমান।
এছাড়া, কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্মন্ধে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঘিওর থানা অফিসার ইনচার্জ ও ঘিওর থানা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমম্বয়ক মোঃ আমিনুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা আব্দুল আলীম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা মোঃ হামিদুর রহমান আলাই, ঘিওর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খালিদ মুনসুর, কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা মোঃ ইকরামুল ইসলাম খবির, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং ফোরাম যুগ্ন- সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের কারণে পুলিশের সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব অনেক কমে আসছে। এজন্য সমাজ থেকে ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ’সহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমছে বলে দাবী করেন তারা।
এসময় কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনছুর উদ্দিন, নালী ইউপি চেয়ারম্যান ও নালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মধু, বড়টিয়া ইউপি চেয়ারম্যান ও বড়টিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ সামছুল আলম মোল্লা রওশন, এস আই আল মামুন সহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঘিওর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম সিপিও অফিসার এস আই মোঃ মনিরুল ইসলাম সার্বিক দায়িত্ব পালন করেন।