
নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ২’অটো রিক্সা চোর গ্রেফতার ও ৪’টি চোরাই অটো রিক্সা উদ্ধার। গত ১৮’ই অক্টোবর দিনব্যাপী অভিযান চালিয়ে ধৃতদের গ্রেফতার করাসহ ৪’টি অটোরিকশা রিক্সা উদ্ধার করা হয়। এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) মোহাম্মদ নাজমুল হাসান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমানপিপিএম বারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মৃত. রাজ কুমার পালের ছেলে রাজিব চন্দ্র পাল (৩৫) ব্যাটারি চালিত অটো রিক্সা কেনা বেচা করছে। এ সময় তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যোর ভিত্তিতে জেলার রূপগঞ্জ থানার মাসাবো রাজার প্রাইমারী স্কুল সংলগ্ন হান্নন ভূইয়ার ছেলে জনি ভূইয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪’টি অটো রিক্সা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪’লাখ ২৮’হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত আসামীসহ অজ্ঞাতনামা চোরেরা আন্তঃজেলা অটো মিশুক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জায়গা হতে অটো রিক্সা, মিশুক চুরি করিয়া নারায়ণগঞ্জ জেলাসহ আশেপাশের জেলাগুলোতে বিক্রি করিয়া আসিতেছে।
এই বিষয়ে আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।