
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিশ্ব খাদ্য দিবস২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য বিভাগ ও গেইন হারভেষ্ট প্লাসের যৌথ আয়োজনে সিবিসি প্রকল্পের আওতায় বুধবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুরে খাদ্য কর্মকর্তা ও খাদ্যবিভাগ এর কর্মচারীদের নিয়ে খাদ্য সংশ্লিষ্টদের সাথে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সভাকক্ষে দিবসটির গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) নিখিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রিয়াজুল ইসলাম, খাদ্য পরিদর্শক মাসুদা পারভীন, খলিলুর রহমান, খাদ্য পরিদর্শক (কারিগরি) জুলফিকার আলী, সদর ওসি এলএসডি প্রণব কুমার গোস্বামী, গড়েয়া ওসি এলএসডি শিহাবুব সাকিব, ওসি এলএসডি ভূল্লি হারুন অর রশিদ, জাকারিয়া আহাম্মেদ, সিবিসি প্রকল্পের সমন্বয়কারী রাহাতুল ইসলাম মৃধা প্রমুখ।
বক্তারা সরকারি গৃহীত বিভিন্ন কার্যক্রম, খাদ্য বান্ধব কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নসহ অধিক পরিমাণে খাদ্যশস্য উৎপাদন এর উপরে গুরুত্ব আরোপ করেন।
এসময় খাদ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক, ডিলার, এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিবিসি প্রকল্পের আওতায় গেইন বাংলাদেশ ও হারভেষ্ট প্লাস সরকারের পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি, সুষম বণ্টন, খাদ্যে শতভাগ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের সাথে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে।