
সোনারগাঁও (নারায়ণঞ্জ) প্রতিনিধি: নারায়ণঞ্জ সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে ৭ টি গ্রামের নারী, পুরুষরা এক হয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। অবরোধকালে কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করে, রাস্তায় টায়ার জ্বালিয়ে নারী, পুরুষ মহাসড়কে অবস্থান করে। এক পযার্য়ে তিতাসের ভ্রাম্যমান পরিচালনা দলের সদস্যরা এলে তাদেরকে ও অবরুদ্ধ করে রাখে।
স্থানীয় সূত্র জানায়,, তিতাসগ্যাস কতৃপক্ষ গতকাল দুপুর দেড় টার দিকে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের রতনপুর, জৈনপুর, টেকপাড়া, জিয়া নগর, ভাটি বন্দর, ছয়হিস্যা, ভবনাথপুর গ্রামের অবৈধ প্রায় (৩) হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, এই অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম মিয়া।
অবরোধকারীরা মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেয়ার কারনে চরম দূর্ভেোগে পড়েন ঢাকা ও চট্টগ্রাম গামী যাএীরা। অবরোধকারীরা অবৈধ গ্যাস সংযোগগুলো বৈধ করাসহ বৈধ না হওয়া পযর্ন্ত বিচ্ছিন্ন করা সংযোগগুলো পুনরায় সংযোগ দেয়ার দাবি তোলেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।