
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ী গ্রামে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জমির বিরোধের জের ধরে ফলের গাজ ও মূল্যবান কাঠের গাছ কর্তন করেছে প্রতিপক্ষ।
উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ী গ্রামের মৃত জগনাথ পরামানিকের ছেলে রঞ্জন পরামানিক জানান, আমার নামীয় জমির উপর রোপনকৃত মূল্যবান ফলের গাছ ও কাঠের গাছ অন্যায়ভাবে গায়ের জোরে কর্তন করেছে, একই গ্রামের সিদাম মন্ডলের ছেলে শুশান্ত মন্ডল, সিদাম মন্ডল, শুকুমার মন্ডলসহ তাদের ভারাটিয়া লোকজন।
তিনি আরো বলেন, আমার জমিতে বে-আইনি ভাবে প্রবেশ করিয়া গাছ কর্তন কালে আমরা বাঁধা দিতে গেলে তারা বলে এই বিষয়ে যদি বেশি বাড়াবাড়ী করিস, তাহলে তোদেরকে জীবনে শেষ করিয়া ফেলবো। এই হুমকীতে আমরা চিন্তিত।
তিনি আরো জানান, পূর্বে প্রতিপক্ষ হামলা চালিয়ে তার বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটিয়ে ছিলেন। এই জমির বিরোধের বিষয়ে রাজবাড়ী আদালতে মামলা চলমান রয়েছে।