
মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মাণবাড়িয়ার নবীনগরে কঠোর নিরাপত্তায় অবাধ সুষ্ঠু ভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা পরিষদ হলরুমে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, আমি সুষ্ঠভাবে ভোট দিয়েছে।
এসময় ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শাহগীর আলম ও জেলা পুলিশ সুপার আনিসুর রহমান। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তারা বলেন, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
ভোট শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। এসময় চেয়ারম্যান পদে আল মামুন সরকার আনারস প্রতীকে ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী শফিকুল ইসলাম মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট।
সাধারণ সদস্য পদে উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নাছির উদ্দিন অটোরিক্সা প্রতীকে সর্বোচ্চ ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধি আবুল হোসেন আজাদ টিউবওয়েল প্রতীকে ৭৬ ভোট, আলহাজ্জ বোরহান উদ্দিন আহমেদ তালা প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন।
সংরক্ষিত নারী আসনে নূরন্নাহার বেগম মাইক প্রতীকে ১৩৩ ভোট, সনি আক্তার সুচি ফুটবল প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন।
চেয়ারম্যান পদে আল মামুন সরকার ঢাকা প্রতিদিন কে বলেন, এই সরকার ইভিএম এ সচ্ছ ভোটের ব্যবস্থা করেছেন।