
মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন, আলোচনাসভা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম খলিল, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ভূইঁয়া প্রমুখ।
বক্তারা শেখ রাসেল এর জীবনী সম্পর্কে আলোচনা করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রভাষক কাজী নাছির উদ্দিন, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, সহকারী মৌলভী আমিনুল ইসলামসহ আরো অনেকে। এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।