
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: দেশের অন্যান্য জেলার ন্যায় মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ নির্বাচন। গতকাল সোমবার (১৭ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ৭টি উপজেলার কেন্দ্রগুলোতে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
মানিকগঞ্জের ৭টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৮৯ জন। এদের মধ্যে ৬৮১ জন পুরুষ ও ২০৮ মহিলা ভোটার রয়েছেন।
বেসরকারী ফলাফল অনুযায়ী মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দীন আনারস প্রতীক নিয়ে, ৪৫২ ভোট পেয়ে টানা ৩য় বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দী স্বতন্র প্রার্থী এ্যাড. বজলুল হক খান চশমা প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট।
এছাড়া, সংরক্ষিত সদস্য হিসেবে নাজমা আক্তার (ঘিওর- দৌলতপুর – শিবালয়), শাহীন আফরোজ (মানিকগঞ্জ সদর – সাটুরিয়া), ও এফ এম রিপন আক্তার (হরিরামপুর – সিঙ্গাইর) নির্বাচিত হয়েছেন।
জেলার বিভিন্ন উপজেলায় ওয়ার্ডভিত্তিক নির্বাচনে সাধারণ সদস্য হিসেবে ১ নং ওয়ার্ডে (দৌলতপুর) মোঃ শফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ডে (ঘিওর) মাহবুবুর রহমান জনি, ৩ নং ওয়ার্ডে (শিবালয়) এম এ কুদ্দুস বিএ, ৪ নং ওয়ার্ডে (সাটুরিয়া) মোঃ রাজ্জাক হোসেন, ৫ নং ওয়ার্ডে (মানিকগঞ্জ সদর) মোঃ আবুল বাশার, ৬ নং ওয়ার্ডে (হরিরামপুর) মোঃ হায়দার আলী তারেক ও ৭ নং ওয়ার্ডে (সিঙ্গাইর) তমিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন, ও সাধারণ সদস্য পদে ১৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন।