মোঃ কামরুল হোসেন সুমন, মনপুরা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৫টি ইঞ্জিনচালিত নৌকা ও ৮০ কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আটক করা হয়েছে ৫ জেলেকে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে কে এম শাফিউল কিঞ্জল জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া, মানিকার ঠোডা, চর হাসিনা, আটকপাট, চর ফারুকি, চর পাতিলা ও বয়ার চর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়।
এ সময় ১২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ সুতার জাল, ৫টি ইঞ্জিনচালিত নৌকা ও ৮০ কেজি মা ইলিশ জব্দ করেছে। এ ঘটনায় ৫ জেলেকে আটক করা হয়েছে।
পরবর্তীতে চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল মতিন খান ও চর মানিকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়ে ধ্বংস ও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানাসহ দরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত নৌকা সহকারি কমিশনার (ভূমি) আবদুল মতিন খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিলামে বিক্রি করা হয়েছে এবং আটককৃত ৫ জেলেকে জরিমানা করা হয়েছে বলেও জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে কে এম শাফিউল কিঞ্জল।