
সংবাদ বিজ্ঞপ্তি: সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’ল অভিযানে চাঞ্চলকর কলেজ ছাত্র ইমন হত্যা মামলার প্রধান আসামি কিশোরগ্যাং নেতা রাসেলুজ্জামান ওরফে ডংকু রাসেলকে গ্রেফতার। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে সোনারগাঁ থানার কাচঁপুর কলাপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি’র মাধ্যামে এ সত্যতা নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার মো: রিজওয়ান সাঈদ জিকু।
ধৃত রাসেল সিদ্ধিরগঞ্জ থানার আদর্শনগর এলাকার মৃত আবুল বাসারের ছেলে। নিহত ইমন একই এলাকার শাহ আলমের ছেলে।
র্যাব জানায়,আধিপত্য বিস্তারের জের ধরে রাসেল গ্রæপ নামক কিশোরগ্যাং নেতা ডংকু রাসেল ও অন্য সদস্যরাসহ দেশীয় অস্ত্র নিয়ে গত ২৭’জুলাই কলেজ ছাত্র ইমনের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন নাদিয়া আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই এজাহারনামীয় অন্যতম আসামি রাসেল পলাতক ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। র্যাব ধৃত রাসেলকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্থান্তর করে।