নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম স্থানীয় ইমাম ও খতিবদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।শনিবার (৮অক্টোবর) সকালে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের অডিটোরিয়াম রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লাউর ফতেহপুর তুজু মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইনের সভাপতিত্বে লাউর ফতেহপুর তুজু মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ইনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ এই মতবিনিময় সভায় ফতেহপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা সাদেকুর রহমান,বিষ্ণুপুর আদর্শ গ্রাম জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ সোহেল আহমেদ,পাক হাজীপুর মৃধা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান সহ লাউর ফতেহপুর ইউনিয়নের সকল গ্রামের মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।
বিশেষ এই মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,আপনারা যারা ইমাম আছেন তারা প্রতিনিয়ত শুক্রবারে খুৎবা পড়ার সময়
অত্যান্ত ৫ মিনিট করে সামাজিক পারিপার্শ্বিক দিক নিয়ে আলোচনা করবেন।আপনারা মসজিদে মসজিদে মাদক জঙ্গিবাদ বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আলোচনা করবেন।
মতবিনিময় সভা শেষে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।