
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে মতলব একতা সংঘের কার্যকরী কমিটি ও সদস্য বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ দ্যা রোজ গার্ডেন এন্ড পার্টি সেন্টারে এ সংগঠনের কার্যকরী কমিটি ও সদস্য বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মতলব একতা সংঘের সভাপতি এ কে এম হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও মিজমিজি পশ্চিম পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মতলব একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি: মোঃ আমিনুল এহসান বাবু, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ আবদুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ আনিসুল বারী, সহকারী অর্থ সম্পাদক আলী আহমেদ, দপ্তর সম্পাদক বদিউল আলম, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মোঃ সোহাগ খান, সহ ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মোঃ মাসুদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার সেলিম ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলাউদ্দিনসহ মতলব একতা সংঘের অন্যান্য সদস্যরা।
মতলব একতা সংঘের সদস্যরা বলেন, এটি একটি সামাজিক ও ধর্ম নিরপেক্ষ সংগঠন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে একতার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করা। এছাড়া নিজেদের মধ্যে ঐক্য ও একতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।