
আল মাসুদ পঞ্চগড় প্রতিবেদক:
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: মাসুদুল হক ও উপজেলা চেয়ারম্যান মো: আমিরুল ইসলামসহ শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
মঙ্গলবার (৪ অক্টোবর)সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাফিজাবাদ,অমরখানা,সাতমেড়া,হাড়িভাসা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তারা মণ্ডপ গুলোতে কোন সমস্যা আছে কিনা পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এছাড়াও তারা পূজা মন্ডপের হিন্দু ধর্মীয় নেতা ও আগত মন্ডপের সকলের খোঁজখবর এবং তাদের সাথে শারদীয়ার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ মাসুদুল হক বলেন, শারদীয় দুর্গাপুজা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে আমরা এসেছি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির খবর নিচ্ছি। আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করার লক্ষ্যে আমরা সব সময় পাশে আছি এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত থাকবো।
উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসবে আমরা প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি প্রত্যেকটি মন্ডপে কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ সামান্য কিছু উপহার প্রদান করছি। আবার এদিকে আইন শৃঙ্খলা অবনতি যাতে না ঘটে সে দিকে লক্ষ্য রেখে আমরা প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত কাজ করে যাচ্ছি।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমুখ।