
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। শনিবার (১ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে আগামী বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে তাদের দূর্গোৎসব। এ বছর শারদীয় দূর্গাপূজাকে ঘিরে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে।
জেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্দিরেই জাঁকজমকপূ্র্ণ পরিবেশ তৈরী হয়েছে। উৎসাহ-উদ্দীপনা নিয়ে আনন্দ উৎসব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনির্বাণ পাল বলেন, করোনার কারণে গত ২ বছর সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সীমিত আকারে দূর্গাপূজা করেছি। এবার করোনার প্রকোপ কম থাকায় বেশ ভালভাবেই দূর্গাপূজার আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, ৭৫ ভাগ মন্দিরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মানিকগঞ্জের সাড়ে ৫০০ মন্দিরে কঠোর নিরাপত্তা চলছে। আগে থেকেই পূজামন্ডপগুলোতে পুলিশের কঠোর নজরদারি রাখা হয়েছে।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার জানান, দূর্গাপুজাকে ঘিরে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হচ্ছে। আগে থেকেই তিনি পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সাথে সভা করে নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছেন। প্রত্যেক বিটে দেয়া হয়েছে পর্যাপ্ত পরিমান পুলিশ। এতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে স্বস্তি এসেছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি নিরাপত্তা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।