আমতলী বরগুনা প্রতিনিধি:
ঔষধ কোম্পানির সকল প্রতিনিধিগণকে কথায় কথায় চাকরিচ্যুত, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টি. এ/ডিএ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরীর সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জোর দাবি জানিয়েছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আমতলী উপজেলা শাখা।
সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০ টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমতলী ফারিয়া’র উপদেষ্টা কামরুজ্জামান লিটন, উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আহসান লিয়ন প্রমুখ।
ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আমতলী উপজেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান বলেন, ওষুধশিল্প দেশের স্বয়ংসম্পূর্ণ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এ শিল্পের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির চাকরির নির্ধারিত কোনো নীতিমালা নেই। যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা আয় করলেও মেডিকেল প্রতিনিধিদের চাকরির জন্য সু-নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। নেই নির্ধারিত কর্মঘণ্টা, নেই সরকারি ছুটি, কথায় কথায় চাকরিচ্যুত করা হয়।
প্রতিবাদ সমাবেশে অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরীর সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জোর দাবি জানিয়েছেন বক্তারা।