মো কামরুল হোসেন সুমন,মনপুরা প্রতিনিধি:
ভোলার মনপুরায় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পিতা সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালন করে উপজেলা আওয়ামীলীগ। এই সময় সাবেক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া-মুনাজাত ও ৪ শত এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়। শনিবার যোহরের নামাজ শেষে উপজেলার হাজিরহাট এতিম খানায় এই দোয়া-মুনাজাত ও ৪ শত এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব ও হাজিরহাট এতিম খানার মুহতামিম মাও. মোঃ মফিজুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, আ’লীগের সহ-সভাপতি একেএম শাহজাহান মিয়া, সাবেক সম্পাদক শাহরিয়ার চৌধুরী দীপক, আ’লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, যুগ্ম সম্পাদক মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী সহ অন্যান্যরা।
এছাড়াও মাগরিবের নামাজ শেষে উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে এমপি জ্যাকবের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক সংসদ সদস্য মরহুম মিয়া মোহাম্মদ নজরুর ইসলামের ৩০ মৃত্যু বার্ষিকী উপলেক্ষে শোক সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আ’লীগ সভাপতি শেলিনা আকতার চেীধুরী ও সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া।