আমতলী (বরগুনা) সংবাদদাতা:
বরগুনার আমাতলী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বুধবার সকালে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বরগুনা জেলা শাখা এই কর্মশালার আয়োজন করেন।
আমতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ রেজাউল করিম, সদস্য (খাদ্য ও ভোক্তা অধিকার) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিশেষ অতিথি ছিলেন, মঞ্জুর মোর্শেদ আহম্মেদ,প্রকল্প পরিচালক।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ এডভোকেট মনিরুল ইসলাম মনি,চেয়ারম্যান গুলিশাখালী ইউনিয়ন পরিষদ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মৎস কর্মকর্তা হালিমা সরদার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জায়েদ আলম মীর, আমতলী থানার সেকেন্ড অফিসার এসআই ইউনুছ আলী ফকির, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আমতলী উপজেলার সভাপতি মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, প্রেসক্লাব সহ সভাপতি মোঃ রেজাউল করিম, সম্পাদক সৈয়দ নূহ আলম নবীন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি খান মতিয়ার রহমান,সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, ফুড অফিসার সাভেরা পারভিন সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও ব্যবসায়ীবৃন্দ। বক্তারা সকলেই ভেজালমুক্ত খাবার প্রস্তুতে সকলের সচেতনতার উপর জোর দেন।