মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:
আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোলাসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবছর ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৪শ’ ৯৯ জন পরীক্ষার্থী।
জেলার ৭টি উপজেলায় মোট ৪৬টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীদের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এদের মধ্যে ২৩টি কেন্দ্রে বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে ১৫ হাজর ৩শ’ ৪ জন এসএসসি, ১৫টি কেন্দ্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ৬ হাজার ৫শ’ ১৬ জন দাখিল ও ৮টি কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ১ হাজার ৬শ’ ৭৯ জন কারিগরি (ভোকেশনাল) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী দৈনিক ভোলার বাণীকে জানান, এবছর ভোলা সদর উপজেলায় ১০ টি কেন্দ্রে মোট ৬ হাজার ৩শ’ ৭২ জন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এছাড়াও দৌলতখান উপজেলায় ৫ টি কেন্দ্রে মোট ২ হাজার ১৫ জন, তজুমদ্দিন উপজেলায় ৩ টি কেন্দ্রে মোট ৯শ’ ৯৮ জন, বোরহানউদ্দিন উপজেলায় ৫ টি কেন্দ্রে মোট ২ হাজার ৫শ’ ৬০ জন, লালমোহন উপজেলায় ৭ টি কেন্দ্রে মোট ৪ হাজার ৪শ’ ৪৭ জন, চরফ্যাশন উপজেলা ১২ টি কেন্দ্রে মোট ৬ হাজার ৩শ’ ৪৫ জন এবং মনপুরা উপজেলায় ৪ টি কেন্দ্রে মোট ৭শ’ ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।