আমতলী সংবাদদাতা।। বরগুনার আমতলী উপজেলার আড়পাংঙ্গাশিয়া ইউনিয়নের বাজারে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪ ডাকাতকে আটক করে আমতলী থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, আমতলীর হলদিয়া ইউনিয়নের মোঃ আবদুল কালাম মৃধা ( ৫০) মোঃ ফোরকান প্যাদা (৩৬) শাহিন খাঁ (২২) মান্নান খাঁ।
এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার, বন্দুক সাদৃশ্য অস্ত্র ২টি (আগ্নেয়াস্ত্র নয়), রামদা বগি ২টি, কাস্তে ২টি, সুচালো রড, সুচালো চেড়া শাবল, সেলাই রেইঞ্জ, স্কু ড্রাইভার, প্লাস, করাত ও একটি হাতুরি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আমতলীর হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, এরা এলাকার চিহ্নিত চোর, কয়েকবার তাদের সতর্ক করা হয়েছিল।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, দীর্ঘদিন যাবত একটি চক্র আমতলীর বিভিন্ন এলাকায় চুরি,ডাকাতি করে আসছিলো। আমারা তাদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। গতকাল গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলীর আড়পাংঙ্গাশিয়া ইউনিয়নের বাজারের পূর্ব পাশে প্রাইমারি স্কুলের পিছনে নদীর মধ্যে একটি ট্রলারে বসে ০৮-১০ জন ডাকাতদল ডাকাতির প্রস্তুতি গ্রহন করছিলো এমন সংবাদ আসে। উক্ত সংবাদের ভিত্তিতে আমতলী থানার এএসআই আজিজুর রহমানের নেতৃত্বে ১০ পুলিশ সদস্যের একটি দল অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আবদুল কালামের বিরুদ্ধে আমতলী পটুয়াখালী, কলাপাড়ায় থানায় বেশ কয়েকটি চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
আমতলী থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, আমরা গত এক মাসে ১৫ জন চোর ও ডাকাতকে গ্রেফতার করেছি, এছাড়া চুরি- ডাকাতিরোধে নিয়মিত মোবাইল টিম টহল দিচ্ছে। ইউনিয়ন গুলোতেও টহল জোরদার করা হয়েছে।