
আমতলী সংবাদদাতা: বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইন সহ রাসেল হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ড ছুরিকাটা এলাকার আফজাল মাস্টারের বাড়ির সামনে উঠান থেকে ৩ গ্রাম হিরোইন ও ২০ চিপস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ রাসেল হাওলাদার (৩৫) আমতলী উপজেলার লোচা নিচকাটা গ্রামের বারেক হাওলাদারের ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একদল চৌকস সদস্য আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিচকাটা এলাকা থেকে তাকে আটক করাহয়।
আটককৃত রাসেলের থেকে জব্দ করা ২০ পিস ইয়াবার মূল্য অনুমান (ছ’হাজার) টাকা এবং ২০ পুরিয়া (৩ গ্রাস) হিরোইন এর মূল্য অনুমানিক বিশ হাজার টাকা।
ডিবির কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাসেল হাওলাদারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।