মোঃ রফিকুল ইসলাম মৃধা : মানিকগঞ্জ প্রতিনিধি :
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা- কর্মচারী কল্যাণ পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করেন। এ সময় অফিসের সকল কার্যক্রম বন্ধ ছিল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০২২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা পদে উন্নীতকরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদে উন্নীতকরণ, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদ পদোন্নতি বা নিয়োগের মাধ্যমে পুরনের দাবীতে আমরা কর্মবিরতি পালন করছি। আগামী ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।