শাহজাহান সিরাজ: গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ১১ সেপ্টেম্বর রবিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এর সঞ্চালনায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম।
গাইবান্ধায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, শ্রমিক ও সুশীল সংগঠনের প্রতিনিধিগণ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভাশেষে গাইবান্ধায় কর্মজীবনে দীর্ঘ তিন বছর অতিবাহিত করে চার বছরে পদার্পণ করায় গাইবান্ধার পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
২