সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাট বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআইখোলা কালাইতাপাড়া এলাকার শাহাদাত হোসেনের বাড়ীর পাঁচতলায় এ ঘটনা ঘটে। বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে ৯৯৯ এর ফোন পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো: মশিউর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে ম’রদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন।
নি’হতরা হলেন, নীলফামারী জেলার আবু তালেবের ছেলে মো: রবিউল (৩০) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে লাকী দাস। হিন্দু ধর্ম ছেড়ে গত ১৪’জুলাই ইসলাম ধর্মগ্রহণ করে লাকী দাস আয়েশা সিদ্দিকা নাম রেখে রবিউলকে বিয়ে করেন। তিনি বান্দরবান জেলার নিউ গুলশান হাসপাতাল রোড এলাকার অনিল দাসের মেয়ে।
বাড়ীর মালিক শাহাদাত হোসেন জানান, গত এক আগস্ট তারা বাসায় ওঠেন। বিকেলে প্রতিবেশি ভাড়াটিয়ারা ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে আমাকে জানায়। আমি তাৎক্ষণিক পুলিশকে খবর দেই।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, ম’রদেহ দুইটি উদ্ধার করেছি। তবে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তারা আত্মহ’ত্যা করতে পারে। তাছাড়া একটি চিরকোড উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, প্রাথমিকভাবে আ’ত্মহ’ত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।