সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে আমেনা মার্কেটের হিরাঝিল রেস্তোরাঁর পাশ থেকে গত ২৪ আগস্ট বুধবার ভোরে তুহিন (১৬) নামের এক কিশোরের ম’রদেহ উদ্ধার করেছিল পুলিশ। তুহিন উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে।
উল্লেখ্য, এর আগে মাদক বিক্রি করতে দেখে ফেলায় তুহিনকে পিটিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক (ফেন্সিডিল) ব্যবসায়ী আল আমিন ও রনি গংদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই হোটেল বন্ধ করে মোস্তাফা মিয়া ও তার মাদক ব্যবসায়ী ছেলে আল আমিন ও রনি পালিয়ে যায়।
হ’ত্যাকান্ডের সাথে জড়িত চাঁদপুরের রগুনাথপুর ভাঙাপুর এলাকা থেকে ওই এলাকার মোহাম্মদ মোস্তফা, তার ছেলে রনি (২০) ও আল আমিন (২৫) কে গতরাত ৩:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।
এ বিষয়ে ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর র্যাব-১১ কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লেঃ কর্ণেল তানভির মাহমুদ পাশা।