সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাদল শেখ (৪৫) নামের এক ব্যক্তির গলিত লা’শ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের পাশ থেকে লা’শটি উদ্ধার করা হয়। নি’হত মোঃ বাদল শেখ বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি এলাকার মৃ’ত বারেক শেখের ছেলে। সে ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেনের বালুর বুস্টার মেশিনের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিল।
নি’হতের ভাই রবিউল জানান, বাদল শেখের সঙ্গে শনিবার রাত ৯ টায় শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে হ’ত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি দাবি করেন, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নাসির উদ্দিন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার দেলোয়ার হোসেন দিলুর আর্থিক লেনদেন নিয়ে কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়। এসময় তারা হত্যার হুমকি দিয়েছিল। এ ‘ত্যাকান্ডের সঙ্গে তারা জড়িত থাকতে পারে বলেও তিনি দাবী করেন।
বালু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, নি’হত বাদল শেখ তার বুস্টার মেশিনে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গত তিনদিন ধরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মোবাইল বন্ধ থাকায় ভেবেছিলাম সে বাড়ি চলে গিয়েছে। বর্তমানে লাইন বন্ধ রয়েছে। সকালে তার বুস্টার ঘরের সামনে মৃতদেহ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সকালে মৃ’তদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মৃ’তদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃ’ত্যুর কারণ বলা যাবে।