মোঃ জোবায়ের পারভেজ শোভন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির এক সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি সম্মেলন কক্ষে এ সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। ইউপি সচিব মোঃ সফিকুল ইসলাম রাসেলের সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার দাস, অধ্যক্ষ শাখাওয়াত হোসেন, ডাঃ দুলাল, নিজাম উদ্দিন সহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির বসবাস। সমাজে বসবাসরত সব স।প্রদায়ের মধ্যে পারস্পারিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব নিয়ে বসবাস করলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। তিনি বলেন, প্রতিটিা ধর্মেই সম্প্রীতির কথা আছে। ইসলাম ধর্মে অন্য ধর্মের প্রতি শ্রদ্বাশীল হওয়ার কথা বলা আছে। পবিত্র কোরআনে ও হাদিসেও সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। তিনি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে যথাযথভাবে এগুলো অনুশীলনের আহবান জানান। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়।
অধ্যক্ষ শাখাওয়াত হোসেন বলেন, সম্প্রীতি- ভাতৃত্ববোধ না থাকলে মানুষ একে অন্যকে ভালবাসে না। অন্যের কল্যাণ কামনা করে না। স্বীয় স্বার্থ হাসিলের জন্য অন্যের প্রতি অন্যায়, অত্যাচার ও নির্যাতন করতেও দ্বিধাবোধ করেনা। তিনি বলেন, সমাজে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্বে সকলের সোচ্চার হতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের উচিৎ এদেরকে চিহ্নিত করে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করা। এক্ষেত্রে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।